অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন - যা প্লে স্টোর থেকে আসে না
অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন যা প্লে স্টোরে আপনি খুঁজে পান না। যারা এন্ড্রয়েড অ্যাপস ব্যবহার করেন তাদের অ্যাপস ডাউনলোড করার মূল উৎসই হচ্ছে প্লে স্টোর। কিন্তু আপনাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো সময়তে প্লেস্টোরে পান না।

সূচিপত্রঃ অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন
- অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন
- প্লে স্টোরে আসছেনা এমন ডাউনলোডকৃত APK ইন্সটল করুন
- APK ফাইল ডাউনলোড করার জন্য নির্ভরযোগ্য সাইট
- Aptoid এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপস ইন্সটল করুন
- Apkmirror স্টোর থেকে ঝুকিমুক্ত অ্যাপস ইন্সটল করুন
- সিস্টেম অ্যাপস হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপসগুলি ইন্সটল করুন
- তৃতীয় পক্ষের অ্যাপসগুলি কিভাবে ইন্সটল করবেন
- এরপর নির্দেশের ধাপ গুলো লক্ষ্য রাখুন
- অ্যাপ আপডেট ও রিমুভ করার নিয়ম সম্পর্কে জানুন
- শেষ কথাঃ অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন
অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন
অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন যা প্লে স্টোরে
সার্চ দিলে পাওয়া যায় না। অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহারকারীরা তাদের
প্রয়োজনীয় অ্যাপস গুলো ডাউনলোড করে প্লে স্টোর থেকে। কিন্তু অনেক সময়তে
তার কাঙ্খিত অ্যাপস গুলো সেখানে পাই না। এর কারণ হতে পারে এটি একটি
পরীক্ষামূলক অ্যাপস কিংবা কিছু অঞ্চল ভেদে সীমাবদ্ধ রয়েছে। এমন কিছু অ্যাপস
ডেভলপাররা তাদের ওয়েবসাইটে দিয়ে রাখেন।
অ্যান্ড্রয়েডের ডিফল্ট সেটিংস এর মাধ্যমে তৃতীয় পার্টির অ্যাপস ইন্সটল করার
অনুমতি দেয় না। এটি হতে পারে নিরাপত্তার জনিত কারণে । এজন্য এই অ্যাপস ব্যবহার
করলে সেটিংস পরিবর্তন করতে হবে। আপনার যদি সঠিক সিস্টেম জানা না থাকে
তাহলে এটির ক্ষেত্রে আপনি ভোগান্তিতে পড়তে পারেন। তবে নির্ভরযোগ্য
ওয়েবসাইট থেকে অ্যাপস ইনস্টল করুন। এটি অধিক সহজতর এবং কার্যকরী
হবে।
এজন্য আপনাকে দেখাবো কিভাবে আপনি নিরাপদ ভাবে অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন করতে পারবেন। এছাড়াও সেটিংস পরিবর্তন কিভাবে
করবেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ
জানতে নিম্নলিখিত আর্টিকেলটি পড়ুন।
প্লে স্টোরে আসছেনা এমন ডাউনলোডকৃত APK ইন্সটল করুন
প্লে স্টোরে পাচ্ছেন না এমন অ্যাপ যদি আপনার প্রয়োজন হয় তাহলে, আপনাকে
APK ফাইল ব্যবহার করতে হবে। এর জন্য আপনি প্রথমে একটি নির্ভরযোগ্য সোর্স
থেকে ডাউনলোড করে নিবেন।
যেমন, APKMIRROR, APKpure এই ওয়েবসাইটগুলো থেকে আপনি অ্যাপস ডাউনলোড
করবেন। কারণ ক্ষতিকর ওয়েবসাইট থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে
এতে ম্যালওয়্যার থাকার সম্ভাবনা রয়েছে।
অ্যাপস ডাউনলোড করার পর ''unknown sources'' অপশনটি আপনার
ফোনের সেটিংসে রয়েছে সেখানে গিয়ে এটি চালু করুন। সেটিংস অপশন থেকে আননোন
সোর্স অপশনটি চালু হয়ে গেলে ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড কৃত অ্যাপসটি ওপেন
করুন। এরপর ইন্সটল বাটনে চাপ দিন। এরপর দেখবেন অ্যাপসটি ইন্সটল
হচ্ছে, ইন্সটল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন। তবে ইন্সটল হয়ে গেলে
আননোন সোর্স অপশনটি বন্ধ করে দিবেন।
নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করুন এবং আননোন সোর্স অপশন চালু
করে অ্যাপসটি ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে আননোন সোর্স বন্ধ
করবেন। এতে আপনার ফোন নিরাপদে থাকবে। তবে ইন্সটল করা অ্যাপসটি যদি
বারবার পারমিশন অ্যালাও চায়। সেক্ষেত্রে অনুমোদন দিন এভাবেই প্লে স্টোরে
আসছে না এমন অ্যাপস ইনস্টল করুন।
APK ফাইল ডাউনলোড করার জন্য নির্ভরযোগ্য সাইট
বাংলা একটি প্রবাদ আছে সাবধানতায় সাফল্যের চাবিকাঠি। এই বাক্যকে কেন্দ্র
করে আপনাকে বলব APK ফাইল ডাউনলোড করার সময় অবশ্যই আপনাকে নিরাপত্তা নিশ্চিত
করতে হবে। কারণ যেকোনো ক্ষতিকর ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করলে আপনার
ফোনের ব্যাপক সমস্যা হবে, কারণ এতে রয়েছে ম্যালওয়্যার। এজন্য আপনাকে
নির্ভরযোগ্য অ্যাপস বাছাই করতে হবে। সঠিক ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড
করুন।
আরো পড়ুনঃ
এড দেখে টাকা ইনকাম-পেমেন্ট নিন বিকাশে
নির্ভরযোগ্য ফাইল ডাউনলোড করার ওয়েবসাইট গুলো হচ্ছে যেমন, Apkmirror এই
ওয়েবসাইটটি একটি জনপ্রিয় তাই এখান থেকে আপনি ফাইল ডাউনলোড করতে
পারেন। এছাড়াও আরেকটি জনপ্রিয় ও বিশ্বস্ত এপস রয়েছে Apk
pure এই অ্যাপস এখান থেকে আপনি দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফাইল
ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই অ্যাপস এর মাধ্যমে নতুন এবং পুরনো উভয়
সংস্কারের অ্যাপস পাওয়া যায়।
আরেকটি নির্ভরযোগ্য ও বিশেষত ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি এপিকে ফাইল
ডাউনলোড করতে পারবেন। এতে করে আপনার ফোনে কোন প্রবলেম হবে না। অ্যাপস
টি নাম হচ্ছে F-Droid অ্যাপস। সেই ওয়েবসাইটের মাধ্যমে নিরাপদ ও ঝামেলা
মুক্ত অ্যাপস সরবরাহ করা হয়। এ সমস্ত সাইট ব্যবহার করে ক্ষতিকর যে কোডগুলো
রয়েছে সেগুলোকে এড়িয়ে আপনি তৃতীয় পক্ষের অ্যাপস ইনস্টল করতে পারবেন।
Aptoid এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপস ইন্সটল করুন
Aptoid অ্যাপস হচ্ছে গুগল প্লে স্টোর এর মতোই ডাউনলোড এবং ইন্সটল
করার সুবিধা রয়েছে। একটি প্লে স্টোরে বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে
থাকে।
এই অ্যাপটি প্লে স্টোরে না থাকার জন্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়
এছাড়াও ডাউনলোড এবং ইন্সটল করা যায়। এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন
ডেভেলপাররা তাদের অ্যাপ সরাসরি আপলোড করতে পারে এটি প্লে স্টোরে তুলনায় বেশি
স্বাধীনতা দিয়ে থাকে।
যেহেতু ব্যবহারকারীরা নিজেই অ্যাপ স্টোর তৈরি করতে পারে সেক্ষেত্রে কিছু ক্ষতিকর
দিক রয়েছে। নিজস্ব অ্যাপ স্টোর তৈরি করার ক্ষেত্রে
ম্যালওয়্যার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিরাপদ এবং ঝুঁকিমুক্ত অ্যাপস
ব্যবহার করতে হলে অবশ্যই Aptoid এর অফিসিয়াল অ্যাপ থেকে ব্যবহার করতে
হবে। তাহলে আপনার ব্যবহার করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।
আরো পড়ুনঃ ইউটিউব থেকে ১৫টি সহজ উপায়ে ইনকাম করুন
নিরাপদ কিংবা ঝুঁকিমুক্ত অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আপনি Aptoid প্ল্যাটফর্ম
থেকে ডাউনলোড করবেন। তবে নিরাপদে Aptoid ব্যবহার করলে অফিসিয়াল
Aptoid থেকে ইনস্টল করা উচিত। এবং আপনি এটি ডাউনলোড করার পূর্বে অবশ্যই
যাচাই করে নিবেন। এটি আপনার জন্য ভালো এবং মঙ্গল বয়ে আনবে।
Apkmirror স্টোর থেকে ঝুকিমুক্ত অ্যাপস ইন্সটল করুন
Apkmirror হচ্ছে একটি জনপ্রিয়
প্লাটফর্ম। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে অ্যাপস না থাকার কারণে
APK ফাইল ডাউনলোড করেন।
Apkmirror সাইটটি নির্ভরযোগ্য ও বিশেষভাবে পরিচিত। এর
মাধ্যমে অ্যাপস ব্যবহার করলে আপনার কোন ম্যালওয়্যার পাওয়ার
সম্ভাবনা থাকে না। Apkmirror অ্যাপসগুলোতে ডিজিটাল স্বাক্ষর
পরীক্ষা করার কারণে ব্যবহারকারী নিশ্চিত হয় যে এটি কোন পরিবর্তিত নয়।
এছাড়াও আপনি যদি এটি ব্যবহার করে থাকেন তাহলে পুরনো ফাইলগুলো ডাউনলোড করতে
পারবেন যা আপনার বিশেষ ভাবে দরকারই হয়ে থাকে। Apkmirror ওয়েবসাইটটি
android পালিশ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। Apkmirror স্টোর থেকে
অ্যাপস ডাউনলোড করলে সব চাইতে সুবিধা জনক হচ্ছে যে অ্যাপগুলো আপলোড হওয়ার আগে
স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়। এতে করে কোন ক্ষতিকর কোড যাতে
মডিফাই করা সফটওয়্যার এর অন্তর্ভুক্ত না হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অন্যান্য সাইড থেকে তুলনামূলক বেশি
নিরাপদ এ সাইটটি। ব্যবহারকারীদের একটি কাজ করা ভালো সেটি
হচ্ছে ডাউনলোড করার পূর্বে এর উৎস জেনে নেওয়া উচিত।
Apkmirror প্ল্যাটফর্ম থেকে অ্যাপস ডাউনলোড করতে হলে অবশ্যই অফিশিয়াল সাইট
থেকে ডাউনলোড কিংবা ইন্সটল করবেন।
সিস্টেম অ্যাপস হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপসগুলি ইন্সটল করুন
হয়তো আপনার মনের প্রশ্ন আসতে পারে সিস্টেম এপিসিটিতে কিভাবে অ্যাপস গুলো কেন
ইন্সটল করব। এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনি
গুগল প্লে স্টোর এ সার্চ করে যে অ্যাপস গুলো পাবেন না। তা খুঁজে বের করতে
থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে। এছাড়াও ডিফল্ট সিস্টেম অ্যাপ গুলো
আপনার ডিলেট হবে না। আপনি যদি ফোনে ফ্যাক্টরি রিসেট মারেন সেই অ্যাপসগুলো
অক্ষত থাকবে।
এছাড়াও বলা যায় কিছু অ্যাপ কে সিস্টেম অ্যাপ বানালে ফ্যাক্টরি রিসেট যদি দেন
তারপরও সেগুলো অক্ষত থাকবে এটি আপনার দীর্ঘ মেয়াদী উপকারে আসতে পারে। তবে
কিছু ব্যবহারকারী ভিপিএন সিস্টেম অ্যাপ হিসেবে ইন্সটল করে যাতে করে সেটি
ব্যাকগ্রাউন্ডে সব সময় চলতে পারে। এক্ষেত্রে প্রক্রিয়াটি ঝুঁকিপূর্ণ কারণ
ভুল ইনস্টল এর মাধ্যমে সিস্টেম ফাইল ক্ষতি হতে পারে।
সিস্টেম অ্যাপ হিসেবে থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করার পূর্বে অবশ্যই আপনাকে
গভীরভাবে ভেবেচিন্তে ব্যবহার করা উচিত। এজন্য আপনি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত
প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। এছাড়াও প্রতিভার ফরমেট এরপর অ্যাপস গুলো কেটে
যায় এবং আবার ডাউনলোড করতে হয় তাই পুনরায় ডাউনলোড করা থেকে বাঁচতে কার্যকরী
উপায় হচ্ছে তৃতীয় পক্ষের অ্যাপগুলি আপনার ডিভাইসে ব্যবহার করা।
তৃতীয় পক্ষের অ্যাপসগুলি কিভাবে ইন্সটল করবেন
থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে APK ফাইল ডাউনলোড করতে
হবে. যেহেতু প্লে স্টোরে বাইরের অ্যাপস গুলো সরাসরি ইন্সটল করার নিয়ম নেই
এর জন্য আপনাকে ফাইল ব্যবহার করতে হবে। এরপর আপনি বিশ্বস্ত ওয়েবসাইট থেকে
APK ফাইল ডাউনলোড করতে হবে। এজন্য আমি আপনাকে সাজেস্ট করবো (Apkmirror,
F droid) এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন।
Apkmirror ওয়েবসাইট গুলো থেকে আপনি যদি ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার কোন
ঝুঁকি থাকবে না। তবে আপনি আইডিয়ার উপরে যে কোন ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড
করা থেকে বিরত থাকুন, তা না হলে ভাইরাসের কবলে পড়তে পারেন। ফাইল ডাউনলোড
হয়ে গেলে আপনার ফোনের সেটিংস এ গিয়ে আননোন সোর্স চালু করে থার্ড পার্টি
অ্যাপসটি ইন্সটল করুন। এবং পুনরায় বন্ধ করে দিন।
ফাইলটি ওপেন করার পর ইনস্টল করবেন। আর ইন্সটল করার সময় সেটিংস থেকে আননোন
সোর্স অপশনটা চালু করে নিবেন। এরপর ফাইন ম্যানেজারে যাবেন ডাউনলোড
করা অ্যান্ড্রয়েড ফাইলটি ওপেন করবেন। এরপর ইন্সটল বাটনে ক্লিক করবেন
তারপর ওপেন করবেন তাহলে অ্যাপসটি চালু হবে। আননোন সোর্স কাজ শেষে
বন্ধ রাখা ভালো। এরপর কোন পারমিশন চাচ্ছে কিনা এদিকে খেয়াল রাখবেন এবং
পারমিশন দিবেন যাতে করে আপনার ডিভাইসটি সুরক্ষিত থাকে।
এরপর নির্দেশের ধাপ গুলো লক্ষ্য রাখুন
থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে কিছু নির্দেশ এর ধাপগুলো
লক্ষ্য রাখতে হবে। এজন্য আপনাকে প্রথমে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে ফাইল
ডাউনলোড করতে হবে।
এটি খুব গুরুত্বপূর্ণ কেননা যে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে অ্যাপস এর ভিতর
মেলওয়ার থাকার সম্ভাবনা রয়েছে যা আপনার ডিভাইসের জন্য মারাত্মক
ঝুঁকিপূর্ণ। এজন্য আপনি এপিকে মিরর ও এপিকে পিওর ওয়েবসাইট গুলো ব্যবহার
করতে পারেন।
যেহেতু ডিফল্টভাবে প্লেস্টোর ছাড়া অ্যাপ ইন্সটল করতে দেই না, এজন্য সেটিং
পরিবর্তন করতে হয়। সেটিংস পরিবর্তন করতে হলে, সেটিংস এ গিয়ে আননোন
সোর্স অপশনটি চালু করতে হবে। যে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা আপনি ফাইল
ম্যানেজার এ ডাউনলোড ফোল্ডারে পাবেন। এরপর আপনি ফাইলটি ওপেন করুন এবং
ইন্সটল বাটনে চাপ দিন। তাহলে এরপর আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে এরপর ওপেন
বাটনের চাপ দিন।
শেষ ধাপে আপনি করবেন নিরাপত্তা নিশ্চিত। তৃতীয় পক্ষ সাইট থেকে নিয়মিত ভাবে আপনি
যদি অ্যাপস ডাউনলোড করেন। তাহলে অ্যাপ ইন্সটল করা হয়ে গেলে আননোন সোর্স
অপশনটি বন্ধ করে দিন। এবং ইনস্টল করার সময় অপ্রয়োজনীয় পারমিশন গুলো
যাচাই করে অনুমতি দিন। এক্ষেত্রে আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকবে।
অ্যাপ আপডেট ও রিমুভ করার নিয়ম সম্পর্কে জানুন
পুরনো অ্যাপগুলোর নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে এন্ড্রয়েড ডিভাইস
এ অ্যাপগুলো আপডেট ও রিমুভ করার গুরুত্ব রয়েছে। এছাড়াও অপ্রয়োজনীয়
অ্যাপস গুলো জায়গা দখল করতে পারে। আবার যদি অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে
ইন্সটল করা হতো তাহলে অ্যাপসগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট নিয়ে নিতো। আপনি
যদি অ্যাপসটি থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে এটি ম্যানুয়ালি
আপডেট দিতে হবে।
আপনি যদি কোন অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করেন তাহলে এটি
স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। তবে আপনি যদি ম্যানুয়ালি আপডেট করতে চান
তাহলে নিচের নিয়মটি ফলো করুনঃ
প্রথমে আপনাকে প্লে স্টোর খুলতে হবে, এবার ডান দিকের লক্ষ্য করুন প্রোফাইল
আইকন লেখা রয়েছে সেখানে চাপ দিন, এরপর device অপশন বা ম্যানেজ অ্যাপসে
যান, আপডেট এভেলেবেল সেকশন লক্ষ্য করুন, এরপর যে অ্যাপসটি আপডেট দিবেন
সেটির উপর চাপ দিন।
কিছু অ্যাপ আনইন্সটল করার পর ক্যাশ থেকে যেতে পারে এগুলো আপনি সম্পূর্ণভাবে বুঝতে
পারবেন সেটিং এর মাধ্যমে।। প্রথমে সেটিং এ যাবেন তারপর এন্ড্রয়েডে চাপ
দিবেন, তারপর ডাটা ফোল্ডার চেক করবেন যদি পুরনো এবার ফাইল থাকে তাহলে সেটা
আপনি ম্যানুয়ালি ডিলিট করবেন। এবং সিস্টেম অ্যাপ ক্লিয়ার করতে চাইলে কিছু
অ্যাপস আছে যেগুলো ডিফল্ট আকারে ইন্সটল হয়ে আছে যদি এগুলো মুছতে চান তাহলে
কমান্ড রুট এক্সেল ব্যবহার করতে হবে।
শেষ কথাঃ অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন
অ্যান্ড্রয়েডের অ্যাপ হিসেবে তৃতীয় পক্ষের অ্যাপ ইন্সটল করুন। থার্ড
পার্টি অ্যাপ ইন্সটল করার মাধ্যমে এপিকে ব্যবহার অনেক রকমের সুবিধা উপভোগ
করতে পারছেন। এজন্য আপনাকে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করতে
হবে। তাহলে আপনার ফাইলে অপ্রয়োজনীয় ডাটা প্রবেশ করতে পারবে
না। এক্ষেত্রে অনেকটা ঝুঁকে কমে যাবে। তবে তৃতীয় পক্ষের অ্যাপস এর
আপডেট ম্যানুয়ালি করতে হয়।
আপনি যেকোনো ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করলে সেটি পরবর্তীতে সমস্যা হতে
পারে। ওই জন্য নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড এবং ইন্সটল
করবেন। এছাড়াও যদি কোন অ্যাপস অপ্রয়োজনীয় মনে হয় তাহলে এটি নিরাপত্তার
ঝুঁকি তৈরি করে। সঠিকভাবে তৃতীয় পক্ষ থেকে ফাইল ইন্সটল করলে সুবিধা জনক হতে
পারে। তবে সাবধানতা অবলম্বন করাই আমার আপনার পক্ষে সেরা হবে। পুরো
আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ!
টিপসলার্ন বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url